মাওলা
কলরব
মাওলা মাওলা ও মাওলা
কিভাবে তোমারে করিব স্বরন (২) তুমি যে গুনের আধার অগণন
শব্দ ক্ষমতারা আমার যখন পারে না তোমার প্রশংশা কথন। (ঐ)
সিজদাতে মাওলা গো লুটাই তখন। (২)
ও চোখেরা অবাক হয়ে অপলক, তোমার চেনার পেয়েছে সবক। (২)
লা শারীক তুমি আল্লাহু আহাদ, পিতা পুত্র নয় আল্লাহুস সামাদ। (ঐ)
আদি অন্তে কেও নেই তোমারই মতন।
ও পথেরও ঠিকানা দিয়ে তুমি, কোরানে আবাদ করেছ ভুমি। (২)
দিয়েছ রাসুল সুপারিশ কারী, কোন ভাষা হবে তব প্রশংশাধারী। (ঐ)
পরপারে দিও মোরে তোমার যতন। (২)