হঠাত কোন সন্ধ্যা বেলা
কলরব
হঠাত সন্ধ্যাবেলা, হঠাত কোন ভোরে, বনের পাখী বনেই যাব উরে।
বনের পাখী বনেই যাব উরে আমি বনেই যাব উরে।
কদিন আমার রাখবে হৃদয় জুরে,
বনের পাখী বনেই যাব উরে আমি বনেই যাব উরে।
কাছের দুরের সরের সাথী, যাদের সঙ্গে দিবা রাত্রি
কাটিয়ে হাজার মজার বেলা, করেছি যে কত খেলা।
তাদেরও আজ বিদায় জানাই, বড়ই করুন সুরে।
বনের পাখী বনেই যাব উরে আমি বনেই যাব উরে।
মহান যিনি বনের রাজা, সুখ দিয়ে বাধুক দিয়ে সাজা
নিও আমায়, আপন জেনে, তোমার প্রিয় কলি দিনে।
পাপি বলে ফেলে, আমায় ফেলে রেখ নাকো দূরে।
বনের পাখী বনেই যাব উরে আমি বনেই যাব উরে। (ঐ)