কিছু রাত আছে জীবনে...
কলরব
কিছু রাত আছে ভোর হয় না,
কিছু দিন আছে আলো দেয় না। (২)
এমনই কিছু রাত দিন,
আমার জীবন থেকে মুছা যায় না।(ঐ)
কিছু কিছু মন আছে চেনা যায়না
কিছু কিছু ক্ষন আছে ভুলা যায় না। (২)
এই মন আর ক্ষন জীবনে কভু বদলায় না।
কিছু রাত আছে জীবনে... (ঐ)
কিছু কিছু অশ্রু আছে ঝরে পরে না।
কিছু কিছু কষ্ট আছে ব্যাথা দেয় না। (২)
এমন দুঃখ জীবনে যেন আর আসে না।
কিছু রাত আছে জীবনে...