তিনি কামলি ওয়ালা
কলরব
প্রিয় রাসুল প্রিয় রাসুল প্রিয় রাসুল তিনি হাবিবুল্লাহ (সাঃ)
তিনি কামলিওয়ালা, নাবী সাল্লিয়ালা (২)
তাহারই নামে তাহারই শানে (২)
গাইব যে গান মোরা গাইব যে গান (ঐ)
আনিলেন যিনি সত্য বানি মায়ের আচল জুড়ে ফুলের সুভাস হয়ে
অন্ধ পথেরই কাটা হতে, তাদের আলোর পথে আনিতে ফিরিয়ে। (২)
আলোর পাখী তিনি সর্বসেরা (ঐ)
যার আগমনে ফুল ফুটেছে ওই মরুর বোকে সারা বিশ্ব জুড়ে
আরব শহরের কোনে কোনে সবার মনে মনে খুশীর ঝর্ণা ঝরে। (২)
যাকে পেয়ে হল ধন্য ধরা। (ঐ)