মা মা মা মা
দিন চলে যায়, মাস চলে যায়,
পথ চেয়ে থাকি মা তোমার আশায় (২)
মায়া মমতা দিয়ে, বড় করেছ,
ব্যাথা বেদনা মা তুমি সবই সয়েছ।
তোমার তোলনা মা কেও কেও হবে না। (ঐ)
তোমার সৃতি মা গো মনে হলে
দু'চোখের অশ্রুতে হৃদয় জলে। (২)
সইব মা গো আমি কেমন করে, (২)
হারানোর সেই বেদনা। (ঐ)
ঘরে ফিরি যবে গভীর রাতে
বসে থাকত মা প্রদীপ হাতে। (২)
ঘুম নেই মায়ের দুটি চোখে, (২)
ফিরবে কবে বাছা। (ঐ)
গানটি শুনুনঃ