হঠাত আজরাইল পাঠাইয়া তরে নিতে পারে তুলিয়া
কিসের আশায় রইলিরে মন,
মালিকরে ভুলিয়া ও তুই মালিকরে ভুলিয়া (২)
ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারী
ক্ষমতার অহংকারে (ও তুই) করলি বাহাদুরী (২)
ও তোর রেশমী পোষাক সোনার আংটি (২)
নেবে স্বজনরা খুলিয়া। (ঐ)
ক্ষণে ক্ষনে কবর ডাকে আয়রে আমার বাড়ি,
মাটির উপর থাকবি রে (ও) তুই দিন দুএক চারি।
আসতে তোর হবে একদিন (২)
সাদা কাফন পরিয়া (ঐ)
গানটি শুনুনঃ