বিষন্নতায় ছেয়ে গেছে এ হৃদয়
কিছুতেই কাটে না যে অলস সময়। (২)
নিশি দিন দুটি আখি পথ চেয়ে থাকে
কত দিন হল বাবা দেখি না তোমায়।
বাবা.... ও
ভুলতে পারি না আজ ও আমি তোমাকে। (২)
তুমি যবে ছিলে কাছে মনে হত সবই আছে জীবনে আমার
চলে গেছ দূরে তুমি হৃদয়টা মরুভুমি করে হাহাকার।
সৃতি মোরে ঘিরে রেখেছে হেথা
মনে পরে শুধু তোমার কথা। (২)
আহত হৃদয় চোখের পাতায়
তোমারই ছবি আকে। (ঐ)
যত গান যত সুর লাগে বেদনা বিদুর শুধুই করুন,
তুমি যবে আসিবে মন আমার হাসিবে খুশীতে দিগুন।
তুমি হীন ভালো লাগে না এ কোলাহল,
বিন্দু বিন্দু চোখে জমে শুধু জল।
বিধে জগরনে অবিরত তব সৃতি মোরে পিছু ডাকে। (ঐ)
গানটি শুনুনঃ