দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর
আসমান সুন্দর, জমিন সুন্দর
সুন্দরে সুন্দরে পাল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ। (২) (ঐ)
ঝরণা ছুটে চলে এঁকেবেঁকে,
পৃথিবীর পটে কত ছবি এঁকে। (২)
নদীর কলতানে, সাগরের গর্জনে। (২)
ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। (ঐ)
বাগানে ফুটে ফুল রাশি রাশি,
রাতেরই তারা ভরা চাঁদের হাসি। (২)
গুণগুণ গানে ডেকে মৌমাছি মধু চাকে। (২)
ফুলে ফুলে করে হল্লা। (ঐ)
দখিনা বাতাস গায়ে পরশ বুলে,
তার টানে পাল তুলে নৌকা চলে। (২)
তোমারি নামে মনে ভাটিয়ালি সুরের তানে, (২)
দাঁড় টেনে যায় মাঝি মাল্লা। (ঐ)গানটি শুনুনঃ