তোমার সৃতি মাগো, হয় না ইতি কেন? (২)
দিনে দিনে বেড়ে বেড়ে হয় যে দিগুন।
মা... মা গো... মা... (ঐ)
কত দিন কেটে গেল দেখি না তোমায়
কত রাত বয়ে গেল শ্রাবন ধারায়। (২)
চার দিকে আমার আজ শুধুই আধার
ক্ষনে ক্ষনে বাজে মনে তোমার সে সুর।
মা... মা গো... মা... (ঐ)
ঘরে ফিরে আসতেই খোকা বলে ডাকতে
দু'হাতে বোকের মাঝে জরিয়ে রাখতে। (২)
মায়ার আচল খানি ডাক দিয়ে যায়,
বোকের ভেতর জলে দহনের আগুন।
মা... মাগো... মা... (ঐ)
গানটি শুনুনঃ