ও মা (২)
তোমার মুখের হাসি দেখে মা দুঃখ
আমি যাই ভুলে
তুমি যে মা আমার প্রিয় অপার ভালোবাসা।
ও মা আমার তুমি দূরে গেলে পৃথিবী
লাগে শুন্য আধার (২)
মা মা মা ও মা
সে ছোট্ট থেকেই মা করেছ লালন আমায়
কত না ত্যাগ আর বেদনার মাঝে ও (২)
শত বেথা সয়েছ তুমি আমায় ভালোবেসে।
(ঐ)
যত দূরে থাকি মা তোমার থেকে আমি
মনটা ঘিরে থাকে আদরে তোমারই (২)
খোদার সেরা উপহার তুমি অপার
ভালোবাসা (ঐ)