আগামী ২৮ এ মার্চ থেকে শুরু হবে ৪৩ তম বেফাকের কেন্দ্রীয় পরীক্ষা। সকাল ৯টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ১২:৩০ মিনিট পর্যন্ত। শুক্রবার ফযীলত মারহালার পরীক্ষা হবে সকাল ৮টা থেকে ১১:৩০ মিনিট পর্যন্ত। এবছর ফযীলত মারহালায় থাকছেনা ফেরাকে বাতিলা, শরহে আকাইদ এই থাকবে ১০০ নাম্বার। পরীক্ষা চলবে আগামী ৪ঠা এপ্রিল পর্যন্ত।
নিচ থেকে রুটিন ডাউনলোড করে নিন:
ছেলেদের রুটিন
মেয়েদের রুটিন
Share বাটনে প্রেস করে বন্ধুদেরকে জানিয়ে দিন।