স্বপ্ন আসলে কী?
ঘুমিয়ে থাকলে স্বপ্ন দেখি। কখনো রঙিন, কখনো ধূসর, কখনো উল্টোপাল্টা, আবার কখনো এতটাই বাস্তব যে ঘুম ভাঙার পরেও মনে হয়, সত্যিই কি এমন কিছু ঘটেছিল? কিছু স্বপ্ন এমন, যেগুলো ঘুম ভাঙার পর মুহূর্তের মধ্যেই কোথায় যেন হারিয়ে যায়।
অথচ সেই স্বপ্নের কোনো না কোনো অনুভূতি সারাদিন মনের মধ্যে এক অদ্ভুত রেশ রেখে যায়—একটা অস্বস্তি, একটা অজানা হাহাকার। মনে হয়, কিছু যেন খুব গুরুত্বপূর্ণ দেখেছিলাম, অথচ কিছুতেই মনে করতে পারছি না। এক ধরনের যন্ত্রণা হয়, মাথার ভেতর ঘুরপাক খেতে থাকে, কিন্তু কিছুতেই ধরা দেয় না।আবার কিছু স্বপ্ন থাকে একেবারে আলাদা। যেন এক রূপকথার দেশে হারিয়ে গেছি। যেন কোনো এক অচেনা বাগানে ঘুরে বেড়াচ্ছি, যেখানে বাতাসে হালকা সুগন্ধি, চারপাশে রোদের ঝিলিক খেলা করছে, কোনো এক পরিচিত অথচ অচেনা মানুষ আমাকে হাত ধরে কোথাও নিয়ে যাচ্ছে। এমন স্বপ্নের পর ঘুম ভাঙলেও ঘোর কাটে না। সারাদিন মনটা ভালো থাকে, একটা আনন্দমাখা অনুভূতি বুকের মধ্যে মিষ্টি সুর তুলে বাজতে থাকে। মনে হয়, ইশ! যদি আবার সেই স্বপ্ন দেখতে পারতাম! যদি আবার ফিরে যেতে পারতাম সেই জগতে!
স্বপ্ন নিয়ে আসলে খুব অদ্ভুত একটা ব্যাপার আছে। কিছু স্বপ্ন কোনো কারণ ছাড়াই মন খারাপ করে দেয়। কিছু স্বপ্ন খুব স্পষ্ট মনে থাকে, কিন্তু আমরা চাইলেও তা বাস্তব করতে পারি না। আর কিছু স্বপ্ন, যেগুলো হয়তো জীবনের সবচেয়ে বড় সত্য, আমরা সেগুলো ভুলে যাই ঘুম থেকে ওঠার কয়েক মুহূর্তের মধ্যেই।
কিন্তু স্বপ্ন কি কেবল স্বপ্নই থাকে? বাস্তব হয় না কখনো?
আমার তো মাঝে মাঝে মনে হয়, কিছু কিছু স্বপ্ন আসলে ভবিষ্যতের জানালা। হয়তো জীবনের কোনো না কোনো সময়, কোনো না কোনোভাবে আমরা সেই স্বপ্নের বাস্তব রূপ দেখে ফেলি। আবার এমনও হতে পারে, কিছু স্বপ্ন শুধুই স্বপ্ন—একটা কল্পনার দেশ, যেখানে বাস্তবতার কোনো অধিকার নেই।
আপনার স্বপ্নগুলো কেমন? তারা কি হারিয়ে যায়, নাকি কোনো এক অলৌকিক শক্তিতে আপনার জীবনে সত্যি হয়ে ধরা দেয়?