রমজান যেন শুরু হতে না হতেই ফুরিয়ে গেল। এক সুমধুর সুবাস নিয়ে এসেছিল, কিন্তু বিদায়ের বেলায় যেন হৃদয়ের গহীনে এক শূন্যতা রেখে চলে যাচ্ছে।
মনে হচ্ছে, এক সোনালি স্বপ্ন ছিল, যা মুহূর্তেই মিলিয়ে গেল দিগন্তের ওপারে। অথচ এই মাসই তো ছিল আমার মুক্তির আশার প্রদীপ, কিন্তু আমি কি তা যথাযথভাবে জ্বালাতে পেরেছি?ইবাদতের জন্য রাত জাগতে চেয়েছিলাম, কিন্তু অলসতার শেকল ভাঙতে পারিনি। কতবার কোরআনের শব্দগুলোকে হৃদয়ে ধারণ করতে চেয়েছিলাম, কিন্তু দুনিয়ার ব্যস্ততা আমার মনকে বিভ্রান্ত করে দিল। আমি কি সত্যিই এই রহমতের মাসের মূল্য দিতে পেরেছি? নাকি আল্লাহর রহমত আমায় ডাকতেই থাকল, আর আমি সে ডাক শুনেও অন্ধ হয়ে থাকলাম?
গুনাহ মাফের দরজা খোলা ছিল প্রতিটি মুহূর্তে, কিন্তু আমি কি সেই দরজায় মাথা নত করে প্রবেশ করতে পেরেছি? তাওবা করতে চেয়েছিলাম, কিন্তু সেই আকুলতা কি হৃদয় ভেদ করে আমার রবের দরবারে পৌঁছাতে পেরেছে? নাকি শুধু ঠোঁটের কথাতেই সীমাবদ্ধ ছিল? জানি না, আমার আমলগুলো কবুল হয়েছে কি না, নাকি সেগুলো বাতাসের ধুলো হয়ে উড়ে গেছে!
হে পরম দয়ালু! যদি এই রমজানও কেটে যায় আর আমি ক্ষমা না পাই, তবে আমি কোথায় দাঁড়াব? যদি আমার পাপের বোঝা নিয়েই আমি দিন পার করে দিই, তবে আমার মুক্তির পথ কোথায়? হে আল্লাহ! তোমার করুণার দরজা যেন আমার জন্য বন্ধ হয়ে না যায়! তোমার অশেষ দয়া, তোমার অফুরন্ত ভালোবাসার ছায়ায় আমাকে ফিরিয়ে নাও। আমাকে ক্ষমা করো, আমাকে ধ্বংস করে দিও না!